পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী
- রাজশাহী ব্যুরো
- ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
প্রশাসনে সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার না হলে পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি। পরে আবার বিপ্লব হলে সেটা আরো ভয়াবহ হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রের ক্ষমতার একজন হেফাজতকারী মাত্র। আপনার উচিত জনগণকে স্বস্তি দেয়ার জন্য এটিকে ব্যবহার করা।’
তিনি বলেন, ‘এখন মানুষ আগের মতো নেই। কোথাও কোনো কিছু হলে সাথে সাথে তারা ঘিরে ফেলে। এটা আগে ছিল না। মানুষ যাতে আইন হাতে তুলে না নেয়, সেটা আমাদের বুঝাতে হবে।’
‘অতীতে দেখা গেছে, যে দল ক্ষমতায় থেকেছে তাদের পছন্দমত অনুগত অফিসাররা পদোন্নতি বা অন্যান্য সুযোগ-সুবিধা পেয়েছে, যারা সরকারবিরোধী মনোভাবাপন্ন হিসেবে বিবেচিত তারা পদ বঞ্চিত হয়েছে’ এমন তথ্য উপস্থাপন করে জনপ্রশাসনে বৈষম্য নিরসন এবং ইনসাফ কায়েমের ক্ষেত্রে এ কমিশন কী কাজ করবে এ প্রশ্ন করা হলে জবাবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘আমি বিভিন্ন সরকারের অধীনে কাজ করেছি। আওয়ামী লীগ, বিএনপির অধীনে কাজ করেছি। আমি তো কোনো ব্যাপারে আপস করিনি, আমার তো কোনো সমস্যা হয়নি। আমি সচিব হয়েছি। ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ও ইঞ্জিনিয়ারিং পাশ করেও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ যেতে পারে। তাকে তো নিষেধ করা হয়নি। অনেকেই বিসিএস প্রশাসনে যাচ্ছে।’
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং কমিশনের সদস্য ড. মো: মোখলেস উর রহমান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ডা. সৈয়দা শাহীনা সোবহান এবং মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হূমায়ুন কবীর এবং জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা