রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর
- রাজশাহী ব্যুরো
- ২৫ নভেম্বর ২০২৪, ২৩:২৪
দৈনিক প্রথম আলোর রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও পত্রিকাটিতে আগুন দেয়া হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়ায় প্রথম আলোর রাজশাহী অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আলেম-ওলামা ও তৌহিদী জনতা। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রথম আলো অফিসে সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা প্রথম আলো রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর করেন। প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেন বিক্ষোভকারীরা। এরপর আবার বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টিতে গিয়ে সমাবেশ করেন। তবে এ ঘটনার সময় প্রথম আলোর রাজশাহী অফিস তালাবদ্ধ ছিল বলে তারা জানান।’
এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পত্রিকাটির সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। তবে কেউ কোনো অভিযোগ দেননি। তারপরেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা