২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫

নাটোরে বাস থেকে জাল নোটসহ এই পাঁচজনকে আটক করেছে পুলিশ। - ছবি : সংগৃহীত

নাটোরে একটি বাস তল্লাশি করে ৯ লাখ ৪৩ হাজার জাল নোটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় নাটোর সদর থানায় প্রেস ব্রিফিং করে এ সব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন।

গ্রেফতার পাঁচজন হলেন বরিশালের বাকেরগঞ্জ থানাধীন দুদাল মাদরাসা এলাকার আফজাল হোসেনের ছেলে আরিফ হাওলাদার (৪১), বাগেরহাটের চিতলমারী থানাধীন শিবপুর গ্রামের মৃত ফহম শেখের ছেলে আরিফ হোসেন শেখ (৪৭), পটুয়াখালী সদরের বতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান (৪৩), ঝালকাঠির রাজাপুর থানাধীন কেওতা গ্রামের হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৪১) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে ফেরদৌস হাওলাদার (৩০)।

পুলিশ সুপার জানান, দুপুর ২টার দিকে রাজশাহী থেকে রংপুরগামী মোহাম্মদ পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮০৮০) নামে বাসটি নাটোরের একডালা এলাকায় তল্লাশি করা হয়। এ সময় পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকার ৯টি বান্ডেলে ৯ লাখ ২৪ হাজার জাল টাকা এবং ২০০ টাকার একটি বান্ডেলে ১৯ হাজার জাল টাকা পাওয়া যায়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শরিফুল ইসলাম এবং নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement