২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘সমন্বয়ক’ দাবি করা আহত সোহেলকে ভুয়া বলল ছাত্রদল

‘সমন্বয়ক’ দাবি করা আহত সোহেলকে ভুয়া বলেছে রাজশাহী মহানগর ছাত্রদল - ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর ‘সমন্বয়ক’ দাবি করা সোহেল রানাকে ভুয়া বলে আখ্যায়িত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কালেক্টরেট মাঠ ও মাদরাসা ময়দান এলাকায় সোহেল রানার ওপর দু’ দফা হামলা হয়। বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটানো হয় তাকে।

পরে হাসপাতালের বিছানায় শুয়ে সোহেল রানা সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার জয়, রুহুল আমিনসহ অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী দু’ দফায় তাকে পিটিয়েছেন।’

এ দিকে, সোহেল রানার এমন বক্তব্যের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর ছাত্রদল। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।

আকবর আলী জ্যাকি বলেন, ‘এখন কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। ৫ আগস্টের পর জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করে রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও স্পষ্টত তিনি জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দু’টি গ্রুপ বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সে ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন। কিন্তু ছাত্রদলের কোনো নেতাকর্মী এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়। ছাত্রদলের সুনাম ও ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে এমন ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনায় ছাত্রদলকে জড়ানো হয় বলে দাবি করেন তিনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, ছাত্রদল নেতা সুলতান আহমেদ রাহি, আদিউল ইসলাম সজিব, মাহমুদুল হাসান লিমন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্যসচিব আহমেদ রায়হান প্রমুখ।

সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহীতে কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি। তবে রাজশাহী কলেজের যেসব শিক্ষার্থী এ আন্দোলনে সামনের সারিতে থেকেছেন তাদের কেউ কেউ নিজেকে ‘রাজশাহীর সমন্বয়ক’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বৃহস্পতিবার হামলার শিকার ছাত্রনেতা সোহেল রানা তেমনই একজন। তবে আগে তিনি জাসদ ছাত্রলীগ করতেন। বর্তমানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত তিনি।

তবে ছাত্রদলের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় ভুক্তভোগী সোহেল রানা বলেন, ‘উনারা নিজেরাই ভুয়া, আন্দোলনের সময় উনারা ছিলেন না। এখন মনে করছেন উনারা ক্ষমতায় চলে গিয়েছেন। উনারা ছাত্রলীগের মতো পেটোয়া বাহিনীতে পরিণত হচ্ছেন, যার কারণে আমার ওপর হাতুড়ি নিয়ে হামলা চালিয়েছেন তারা।’


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল