২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের কেন্দ্রলিডারদের প্রশিক্ষণ সম্পন্ন

উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের কেন্দ্রলিডারদের প্রশিক্ষণ সম্পন্ন - ছবি : নয়া দিগন্ত

উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের কেন্দ্রলিডারদের প্রশিক্ষণ সম্পন্ন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে ব্যাংক ভবনে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রলিডার ও সহকারী কেন্দ্রলিডারদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

'আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক' এই শ্লোগানে ইসলামী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা এ কর্মসূচীর আয়োজন করে।

আরডিএস প্রকল্প অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: আব্দুল মতিন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান শহীদুল্লাহ মজুমদার।

প্রধান অতিথি আরডিএস প্রকল্পে ইসলামিক শরিয়াহ্ প্রতিপালনে সদস্যদের উদ্দেশে বলেন, ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রহণ করে কৃষি সেক্টরে উন্নয়ন করতে হবে। বিশেষ করে কৃষি নির্ভর এ অঞ্চলে অন্য ফসলের পাশাপাশি অধিক মূল্যবান ফসল উৎপাদন করে অধিক লাভবান হওয়ার আহ্বান জানান।’

বিভিন্ন ফসল উৎপাদনবিষয়ক উন্নয়ন নিয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি, উল্লাপাড়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার শেখ এম এ মতিন।

ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রলিডার ও কেন্দ্র সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল ও আরডিএস প্রকল্পের বগুড়া জোন প্রধান মো তমিজুল ইসলাম।

এছাড়া আরডিএস প্রকল্পের কেন্দ্রলিডার নাজমা পারভীন, পলি রানী মালাকার, রুমা খাতুন, তাহমিনা আক্তার তিথি প্রমুখ বক্তব্য দেন।

এ সময় আরডিএস প্রকল্পের শ্রেষ্ঠ কেন্দ্রলিডারদর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আরো সংবাদ



premium cement

সকল