২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাজগঞ্জে সাবেক পিপি ৫ দিনের রিমান্ডে

অ্যাডভোকেট আব্দুর রহমান - ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) ‌দুপু‌রে সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন এ আদেশ দেন।

জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলাসহ বিএনপির তিন নেতাকর্মীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

এর আগে গত ১০ নভেম্বর নুর হোসেন দিবসে বঙ্গবন্ধু এভিনিউর সামনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান প্রকাশ্যে নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক ঘোষণা দিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় ছাত্র-জনতা তাকে গণধোলাই দেয়ার সময় পুলিশ তাকে উদ্ধার করে পল্টন থানা হেফাজতে নেয়। সিরাজগঞ্জের হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমান এজহারভূক্ত আসামি হওয়ায় পল্টন থানা পুলিশ তাকে সিরাজগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement