২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নওগাঁয় ২ জনের লাশ উদ্ধার

নিহতদের নাম শফিকুল ইসলাম বাবু (৩২) ও রতন চন্দ্র মোদক (৬৩) - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।

নিহতদের নাম শফিকুল ইসলাম বাবু (৩২) ও রতন চন্দ্র মোদক (৬৩)। তাদের মধ্যে শফিকুল গোপালগঞ্জের সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে রতন চন্দ্র মোদক মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।

শফিকুল ইসলাম বাবুর মা শেফালি বেগম বলেন, ‘আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোশাককারখানায় কাজ করে। গত সোমবার শ্বশুর বাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। গত দু’ দিন ধরে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’

অন্যদিকে নিহত রতন মোদকের নাতি বাঁধন কুমার মোদক বলেন, ‘আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া লাশ দু’টি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় শনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল