২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যমুনার তীর রক্ষায় আর দুর্নীতি হবে না : ডা. এম এ মুহিত

ডা. এম এ মুহিত - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এম এ মুহিত বলেছেন, ‘ফ্যাসিষ্ট হাসিনার দোসররা সারাদেশে মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে। এ থেকে নদী ভাঙনে অসহায় মানুষের স্বপ্নও বাদ যায়নি।’

বুধবার দুপুরে এনায়েতপুর থানার দক্ষিণে ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত যমুনার ডান তীর সংরক্ষণে নির্মানাধীন সাড়ে ছয় শ’ কোটি টাকার প্রকল্প এলাকা পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, একই দিন ভাঙন এলাকা পরিদর্শন উপলক্ষ্যে খুকনী ও জালালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. মুহিত আরো বলেন, ‘বিগত সরকারের আমলে সাড়ে ছয় কিলোমিটার নদী সংরক্ষণে যে কাজগুলো হবার কথা ছিল তা সঠিকভাবে হয়নি বলেই বন্যায় দফায় দফায় বিলীন হয়েছে কয়েকটি গ্রামের বহু বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সাবেক দু’জন এমপি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিবের যোগসাজশে সরকারি অর্থ লুটপাট হয়েছে, এর যথাযথ বিচার দাবি করছি। দ্রুত স্থায়ী বাঁধের কাজ পুনরায় সঠিকভাবে শুরু হবে।’

এ সময় এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবল হাসান হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, আবু সালেহ আহম্মেদ জামিল, খুকনী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাপ হোসেন ও সদস্য সচিব নজরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট দুলাল, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, গণমাধ্যমকর্মী আল আমিন হোসেন, শাহজাদপুর উপজেলা কৃষকদলের সভাপতি আবুবকর রঞ্জু, সাধারণ সম্পাদক বাঘা প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক ‘সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে’ আ’লীগ শাসনামলে মানুষের জানমালের নিরাপত্তা ছিল না : যুবদল সম্পাদক সরানো হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‘প্রশাসন জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে’ ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সঙ্কটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১৬৬৩.৩৮ কোটি টাকা সুদানের গ্রামে আধাসামরিক বাহিনীর গুলিতে নিহত ৪০ ট্রেনের টিটিই কর্তৃক ববি শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি, বিচারের দাবি

সকল