সাঁথিয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
- সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ২০:০৬
পাবনার সাঁথিয়া উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ছয় ব্যবসায়ীকে দু’লাখ টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার সিএন্ডবি মোড়ে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযানে এ জরিমানা করা হয়।
জানা গেছে, সঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলার সিএন্ডবি মোড়ে সার এবং কীটনাশকের দোকানে অতিরিক্ত দামে সার বিক্রি, মূল্য তালিকা না থাকা, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখা এবং বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী ছয়জন ব্যবসায়ীকে দু’লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে।
এ সময় অভিযানে উপজেলা কৃষি অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কোনো সারের দাম বৃদ্ধি পায়নি। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করে আইন অমান্য করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা