রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
- রাবি প্রতিনিধি
- ১৯ নভেম্বর ২০২৪, ১৮:০২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিক বার্তার (রাবি) ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েবের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) তদন্ত কমিটির সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো: আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এফ নজরুল ইসলামকে সভাপতি করে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুল ইসলাম এবং মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহদীকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্যসচিব মো: আমিরুল ইসলাম কনক বলেন, ‘বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হবে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আইনি ব্যবস্থা নিবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা