পাবনায় পেঁয়াজের দাম কমেছে ১০০০ টাকা
- শফিউল আযম, বেড়া (পাবনা)
- ১৯ নভেম্বর ২০২৪, ১২:২৩
ব্যবসায়ীরা মজুদ পেঁয়াজ ছেড়ে দেয়ায় পাবনার হাটবাজারে প্রচুর পেঁয়াজ আমদানি হওয়ায় পেঁয়াজের দাম মণ প্রতি (৪০ কেজি) এক হাজার টাকা কমেছে।
মঙ্গলবার সরেজমিনে বেড়ার চতুরহাট, সাঁথিয়ার বনগ্রাম, কাশিনাথপুর, চিনাখরা হটে দেখা গেছে, সাড়ে পাঁচ হাজার টাকা মণ দরের পিঁয়াজ আজ বিক্রি হলো চার হাজার টাকায়।
বিক্রেতা ও কৃষকদের সাথে কথা বলে জানা গেল, এখন নতুন করে পিঁয়াজ আাবাদের কাজ চলছে। কৃষকেরা মূল কাটা পিঁয়াজ রোপন করছে এবং বীজতলা তৈরি করে চারা উৎপাদনের জন্য পরিশ্রম করছে।
প্রসঙ্গত, পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলায় দেশের সবচেয়ে বেশি পিঁয়াজ উৎপাদন হয়। এসব এলাকার বড় বড় গৃহস্থদের ঘরে এখনো পিঁয়াজ মজুদ আছে। তারা বাজারে মূল কাটা পিঁয়াজ ওঠার আগেই পুরাতন পিঁয়াজ বিক্রি করে দিচ্ছে। এখন গৃহস্থের নগদ টাকা দরকার। নতুন আবাদের জন্য বীজ, রাসায়নিক সার, কীটনাশক, শ্রমিকের জন্য নগদ টাকার দরকার। তাই তারা মজুদকৃত পিঁয়াজ বিক্রি করে দিচ্ছে।
ব্যবসায়ীদের কাছ থেকে আরো একটি তথ্য মিললো। তারা জানালো মজুদদার গৃহস্থদের ধারণা ছিল, পিঁয়াজের দাম আরো বাড়বে। গত সপ্তাহে প্রতিদিনই দাম বেড়েছে। সেই আশায় আজ হাট-বাজারে বিক্রির জন্য পিঁয়াজ আমদানি করে মজুমদাররা। এতে দাম পড়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা