১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরদীতে হত্যা মামলার আসামি যুবলীগকর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা

নিহত ওয়ালিফ হোসেন মানিক - ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রূপপুর পাকার মোড়স্থ ইউসুফ পাটোয়ারীর গলিতে নিহতের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ওই এলাকার মো: ইউনুচ আলী লন্ড্রির ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর মেয়ের জামাই। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং উপজেলা যুবলীগের সদস্য হিসেবে যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সাথে রাজনীতি করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়ন যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও টুনটুনির ছোট ভাই তানভির হাসান মনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক।

হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক ৭-৮ দিন আগে জামিনে ছাড়া পেয়ে গতরাতে নিজ বাড়ি রূপপুরে আসেন। সোমবার সকালে নিজ বাড়ির পেছনে তাকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত মানিকের বাবা ইউনুস আলী বলেন, ‘আজ ওই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। মানিক সকালে আমার কাছে টাকা চাইল আদালতে যাওয়ার জন্য। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরপরই ৮-১০ জন এসে তাকে প্রথমে গুলি করে। এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই ওয়ালিফ হোসেন মানিককে হত্যা করা হতে পারে।’

তিনি জানান, সোমবার বিকেল পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।


আরো সংবাদ



premium cement
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক স্বৈরাচার সরকার লুটপাটের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল : উপদেষ্টা ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার : শিক্ষা উপদেষ্টা বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ভারতের জন্য বড় কূটনৈতিক ধাক্কা : টিআইবি আমাদের লড়াই এখনো শেষ হয়নি : মোনায়েম মুন্না অন্তর্বর্তী সরকারের ঘাপলা দেখছেন রিজভী স্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার জামায়াত খোদাভীরু নেতৃত্ব তৈরিতে কাজ করছে : অ্যাডভোকেট জুবায়ের ফেনীতে নিজাম হাজারী ও সাবেক এসপি-ওসির নামে যুবলীগ নেতার মামলা সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও তার মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল