১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশকে পরিবর্তন করতে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : মুজিবুর রহমান

বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

দেশকে পরিবর্তন করতে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ইসলামী শিক্ষা ব্যতীত নৈতিকতা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা তৈরি অসম্ভব। একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক যদি সৎ ও চরিত্রবান হয় তাহলে ছাত্ররাও সৎ ও চরিত্রবান হবে।’

তিনি বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মেরুদণ্ড শিক্ষক। আল্লাহর প্রথম বাণীই হলো পড়। রাসূলকে তিনি উম্মতের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন।’

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক মিলনায়তনে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আল্লাহ বলেছেন, আল্লাহ যিনি উম্মতের জন্য রাসূলকে সা: পাঠিয়েছেন আর তিনি আয়াত তেলাওয়াত করে শোনান কিতাবের জ্ঞান শিক্ষা দেন এবং আমাদেরকে পরিশুদ্ধ করেন।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সভাপতি ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘এখন পাঠ্যপুস্তকে কবি নজরুল, ফররুখ, শেখ সাদি বা সৈয়দ মুজতবা আলী, আলিম উদ্দিনের লেখা গল্প, ছড়া-কবিতা ও প্রবন্ধ দেখা যায় না। হিন্দু ধর্মের লেখকদের কবিতা ও প্রবন্ধ দিয়ে পরিপূর্ণ। আমাদেরকে বিজাতীয় শিক্ষা, সংস্কৃতি শেখানো হচ্ছে। এমনকি মাদরাসা আর স্কুলের বইও এক করে দেয়া হয়েছে।’

ফেডারেশনের জেলা উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক বলেন, ‘গত ১৭ বছরে এদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। আগামীতে উন্নত জাতি গঠনে শিক্ষাব্যবস্থাকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে।’

সম্মেলনে মাস্টার নজমুল আলমের সভাপতিত্বে ও মোখলেছুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, জামায়াত নেতা ড. ওবায়দুল্লাহ, নোমায়ুন ও আনারুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
‘বিজয়কে নস্যাৎ ও বিতর্কিত করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আ’লীগ’ বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত : দেলোয়ার হোসাইন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড গাজীপুরে নির্ধারিত সময়ের আগেই বেতন পেল টিএনজেড কারখানার শ্রমিকরা আ’লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে রানা প্লাজার ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা বগুড়ার সেই ছেলে মাকে খুন করেনি! নারীসহ গ্রেফতার ৩ বিমানে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদি বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইপিএ স্বাক্ষরে সম্মত বাংলাদেশ-জাপান ইরানের ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সকল