১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর

বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই দেশের প্রত্যেক সেক্টরে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট চলছে। এ অবস্থা আর চলতে পারে না। এতে করে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের যুব সমাজকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ইসলামী জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী দারুসসুন্নাহ মাদরাসার বার্ষিক সম্মেলনে এবং মোহনপুর উপজেলায় আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল খালেক, সেক্রেটারি গোলাম মোর্তজা, জামায়াত নেতা ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, অধ্যাপক জামিলুর রহমান, নুমায়ুন আলী প্রমুখ।

মাদরাসার ছাত্রদের উদ্দেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘কোরআন ও হাদীস শুধু মুখস্ত করলেই হবে না, সমাজে কোরআনের আইন চালুর জন্য আন্দোলন করতে হবে। তিনি রাসূল সা: বদর, ওহুদ, খন্দক, তাবুক, মক্কা অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যেখানে কোরআনের আইন চালু নেই সেখানে কোরআনের আইন চালুর জন্য জিহাদ করা ফরজ।’


আরো সংবাদ



premium cement