১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নওগাঁয় উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁরয় উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ওমর বক্স (৫৬) নামে এক এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওমর বক্স উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদার পাড়া গ্রামের মরহুম জাছের আলীর ছেলে বলে জানা গেছে।

ওমর আলীর স্ত্রী হামিমা জেসমিন জানান, তার স্বামী নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে নওগাঁ শহরেই বসবাস করতেন। শারীরিক অসুস্থতার কারণে দু’দিনের ছুটিতে ছিলেন। বুধবার দুপুরে খাবার খেয়ে নওগাঁর বাসা থেকে গ্রামের বাড়িতে যান তিনি। গ্রামের বাড়িতে মা ছাড়া আর কেউ থাকেন না। বৃহস্পতিবার সকালে জানতে পারেন রুমে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে তার স্ত্রী ঘটনাস্থলে যান।

হামিমা জেসমিন জানান, বেশ কিছু দিন আগে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। হয়তো মানসিক অসুস্থতার কারণেই আত্মহত্যা করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওমর বক্সের চাকরির আর নয় মাস বাকি আছে। এর পর অবসরে যাবেন। তবে চাকরি থেকে অবসরে গেলে কিভাবে সংসার চলবে এমন চিন্তা ও পারিবারিকভাবে কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল