ভারতীয় ভিসা সহজীকরণে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা
- রাজশাহী ব্যুরো
- ১৩ নভেম্বর ২০২৪, ২১:২১
ভারতীয় ভিসা সহজীকরণে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন রাজশাহীর বিশিষ্ট নাগরিকরা। এ সময় সমস্যা সমাধানে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: যোবায়ের হোসেন।
এ সময় রাজশাহীর আমদানি-রফতানিকারক, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, ভারতের চিকিৎসাব্যবস্থা উন্নত হওয়ায় রাজশাহীসহ দেশের মধ্যবর্তী শ্রেণির মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু বিশেষ মুহূর্তে ভারতীয় ভিসা না পাওয়ার ফলে অনেক রোগী উন্নত চিকিৎসা নিতে পারছেন না।
এছাড়া রাজশাহী বিসিকের অধিকাংশ ব্যবসা আমদানি ও রফতানি নির্ভর। প্রতি বছর কয়েক শ’ কোটি টাকা ভারতের সাথে আমদানি ও রফতানি ব্যবসা হয়। কিন্তু ভিসা জটিলতার কারণে হুমকির মুখে পড়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অধিকাংশ পণ্য, কাঁচামাল, যন্ত্রপাতি, কেমিক্যাল, কটন ফাইবার, জ্বালানি ও অন্য উপকরণের সিংহভাগ ভারত থেকে নিয়ে আসা হয়। ফলে এ অঞ্চলের ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের নিয়মিত ভারত ভ্রমণের প্রয়োজন হয়।
ভারত দু’বাংলার মানুষের অনেক স্মৃতি বিজড়িত। অনেক ঐতিহাসিক নিদর্শন আছে, ফলে বাংলাদেশের মানুষ একটু অবসর পেলেই ভারতে অবকাশ যাপন করতে স্বাচ্ছন্দবোধ করে যা বর্তমান সময়ে জটিল হয়ে পড়েছে। তাই আমদানি-রফতানি ব্যবসা স্বাভাবিক রাখতে ভিসা সহজীকরণ জরুরি। দেশের সাধারণ নাগরিকদের প্রয়োজনীয়তা বিশেষ করে ব্যবসা, চিকিৎসা, কৃষি, জ্বালানি ক্ষেত্র বিবেচনা করে ভারতীয় ভিসা বিষয়ে প্রয়োজনীয়ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।
স্মারকলিপি দেয়ার সময় রাজশাহী বিসিকের সভাপতি হাসেন আলী, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা