১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছাত্রলীগ কর্মী শিহাব আল রশিদ ওরফে গালিব - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পিটিয়ে রাজপাড়া থানা পুলিশের হাতে তুলে দেন রামেক শিক্ষার্থীরা।

ওই ছাত্রলীগ কর্মীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) ছাত্র। তবে এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গালিবের গ্রামের বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। তিনি ওই গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।

রামেক শিক্ষার্থীরা জানান, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট থেকে ছাত্রলীগ কর্মী শিহাবকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পরে তিনি রংপুর মেডিক্যাল কলেজে গিয়ে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক পরীক্ষা দিতে মঙ্গলবার রামেক কেন্দ্রে আসেন শিহাব। কিন্তু মেডিক্যাল কলেজের প্রধান ফটকে শিহাবকে দেখেই চিনে ফেলেন রামেকের শিক্ষার্থীরা। পরে তাকে ধরে মোটরসাইকেলে তুলে পাশের বিলসিমলা বন্ধগেট এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় মারধরের পর থানায় খবর দেয়া হয়। এরপর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।’

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। ওই সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে থানায় মামলা রয়েছে। ছাত্রদের ওপর হামলার সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরেই শিহাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement
ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে

সকল