২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন - ছবি : নয়া দিগন্ত

জয়পুরহাটে মাদরাসাছাত্র হাসান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের এপিপি শামিমুল ইসলাম শামিম।

দণ্ডিতরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিয়াপুকুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শামীম, আব্দুল খালেকের ছেলে একরামুল হক ও বিনধারা গ্রামের ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের আবু বক্করের ছেলে হাসান বগুড়ায় মেসে থেকে একটি মাদরাসায় লেখাপড়া করতেন। একটি মোবাইলকে কেন্দ্র করে আসামিদের সাথে তার বিরোধ চলছিল। ঈদে সে বাড়িতে এলে ২০১১ সালের ৯ নভেম্বর আসামিরা তাকে মারধরের চেষ্টা করে। এ সময় হাসান পালিয়ে প্রাণ বাঁচান। পরে ওই রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে আসামিরা। এরপরের দিন সকালে ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বোন মুনিরা বেগম ২০১২ সালের ৮ জানুয়ারি মামলা করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।


আরো সংবাদ



premium cement