মহানবী সা:-কে নিয়ে কটূক্তিকারী যুবক আটক
- চাটমোহর (পাবনা) সংবাদদাতা
- ১২ নভেম্বর ২০২৪, ১৮:২৮
পাবনার চাটমোহরে ইসলাম ধর্ম ও মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ১২টায় পাবনা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক প্রশান্ত সরকার (৩৬) উপজেলার হান্ডিয়াল বল্লভপুর গ্রামের কালাচাদ সরকারের ছেলে।
জানা যায়, প্রশান্ত তার ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করে আসছিলেন। ৯ নভেম্বর বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে মুসলিম জনতা তাকে আটকের দাবিতে বিক্ষোভ করে। একইসাথে তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা করা হয়।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ইসলাম ধর্ম ও মহানবী সা:-কে নিয়ে কটূক্তিকারী যুবককে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে পাবনা আদালতে পাঠানো হয়েছে।