২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের ‘ভয়ংকর রূপে’ ফেরার বার্তা

রাজশাহী কলেজের ডিজিটাল বাের্ড - ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের ভয়ংকর রূপে ফেরার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

সোমবার (১১ নভেম্বর) সকালে ভিডিওটি দেখার পর রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে তারা নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরে কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে স্থান ত্যাগ করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রশাসন ভবনের ডিজিটাল বোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারো ফিরবে ভয়ংকর রূপে সাবধান! RGMSC-XR IMRAN’ লেখা স্ক্রল হচ্ছে। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয়েছে তোলপাড়। কলেজটির ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের হুঁশিয়ারি বার্তা প্রচার হওয়ায় দায়িত্বশীল ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী গণমাধ্যমকে বলেন, ‘রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টা থেকে ৫টা ২০ মিনিটের দিকে ডিজিটাল বোর্ডে বাইরের লোকজন ওই লেখাটি দেখে তাকে জানান। পরে বোর্ডটি বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় রোববারই নগরীর বোয়ালিয়া মডেল থানায় জিডি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। কে বা কারা কী উদ্দেশ্যে এটি করেছে, তা জানার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মতিনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এছাড়া পুলিশও আইনি ব্যবস্থা নেবে বলে জানান তিনি।’


আরো সংবাদ



premium cement
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম

সকল