২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বড়াইগ্রামে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত ৫

বড়াইগ্রামে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত ৫ - ছবি : প্রতীকী

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিন (৩০) ও নাজমুল হককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাগডোব গ্রামের সেল মাহমুদের ছেলে শাহজাহান আলীকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পার-বাগডোব গ্রামের আওয়ামী লীগ কর্মী জামাল হোসেনের সাথে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। বিজয়ের পর ৫ আগস্ট আত্মগোপনে চলে যান জামাল হোসেন। এরপর রোববার (১০ নভেম্বর) রাতে তাকে খুঁজে পান মোজাহার আলী। এ সময় তিনি জামালের পথরোধ করে দাঁড়ান। একপর্যায়ে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল এসে জামালকে মারপিট শুরু করেন। এ সংবাদ অন্যদের কাছে পৌঁছালে সেলিম ও মাহাবুলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা মোজাহারের পান আড়তে হামলা চালায়। খবর পেয়ে বিএনপির অর্ধ-শতাধিক কর্মী সেখানে জড়ো হয়। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মোজাহার আলী মামলা করেছেন। সংঘর্ষে দু’ দলের লোক জড়িত থাকলেও এটি ব্যক্তিগত দ্বন্দ্ব বলেই জেনেছি।


আরো সংবাদ



premium cement