১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বড়াইগ্রামে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত ৫

বড়াইগ্রামে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত ৫ - ছবি : প্রতীকী

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিন (৩০) ও নাজমুল হককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাগডোব গ্রামের সেল মাহমুদের ছেলে শাহজাহান আলীকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পার-বাগডোব গ্রামের আওয়ামী লীগ কর্মী জামাল হোসেনের সাথে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। বিজয়ের পর ৫ আগস্ট আত্মগোপনে চলে যান জামাল হোসেন। এরপর রোববার (১০ নভেম্বর) রাতে তাকে খুঁজে পান মোজাহার আলী। এ সময় তিনি জামালের পথরোধ করে দাঁড়ান। একপর্যায়ে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল এসে জামালকে মারপিট শুরু করেন। এ সংবাদ অন্যদের কাছে পৌঁছালে সেলিম ও মাহাবুলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা মোজাহারের পান আড়তে হামলা চালায়। খবর পেয়ে বিএনপির অর্ধ-শতাধিক কর্মী সেখানে জড়ো হয়। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মোজাহার আলী মামলা করেছেন। সংঘর্ষে দু’ দলের লোক জড়িত থাকলেও এটি ব্যক্তিগত দ্বন্দ্ব বলেই জেনেছি।


আরো সংবাদ



premium cement
শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার জলবায়ু সঙ্কট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো : প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংবিধান : দ্বিতীয় জনতন্ত্র গড়ার প্রত্যাশা ট্রাম্পের জয় ও বাংলাদেশ বাগেরহাটে পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে হত্যা আমাদের সত্তার সত্য ও শিক্ষাদর্শন বাংলাদেশ ৩ মাসে ৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মালদ্বীপ নতুন বছরের প্রথম মাসেই মিলবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপগঞ্জে পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ অন্তর্বর্তী সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজন কেন, প্রশ্ন মঈন খানের

সকল