২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরদীতে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

পাকশী রেলওয়ে স্টেশন - সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পাকশী রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত আহত হয়েছেন তার বন্ধু আলিপ হোসেন (১৮) নামে অপর এক কিশোর।

শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পাকশী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রাতুল রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আহত আলিপ ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মাহাবুব আলমের ছেলে।

তারা উভয়ই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর।

আলিপ বলেন, ‘প্রতিদিনই আমরা দু’জন রাতে দৌঁড়াতাম। ইপিজেড ছুটির পরে রাতুলের সাথে সিদ্ধান্ত নেই যে রাতে আমরা দৌঁড়াব। সেই সিদ্ধান্তে ইপিজেড গেট থেকে দৌড়ানো শুরু করে একপর্যায়ে রূপপুর সাঁকো মুখ থেকে পাকশী রেললাইনের ওপরে উঠে ভেড়ামারার দিকে দৌঁড়ানো শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে ট্রেন আসছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি যে কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। এর জন্য বাম সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম আমি আর রাতুল।’

তিনি আরো বলেন, ‘রাতুল রেললাইনের মাঝামাঝি ছিল আর আমি সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে দেখি, রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে ঘটনাস্থলে মারা গেছে। তখন আমি হতভম্ব হয়ে ওখানে বসে পড়ি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানাতে নিয়ে আসে। কিশোরের পরিবারের কোনো দাবি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছ।


আরো সংবাদ



premium cement