০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

জনগণ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চান : রফিকুল ইসলাম খান

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

জনগণ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিগত দিনে সব দল দেখা শেষ হয়েছে জনগণের।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি প্রাঙ্গনে শহর জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গত ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতন করেছে জামায়াত নেতাকর্মীদের ওপর। জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের বাড়িঘরে থাকতে দেয়া হয়নি। ব্যবসাপ্রতিষ্ঠানে বসতে দেয়া হয়নি। এমন কোনো জুলুম অত্যাচার নাই যা জামায়াতের নেতাকর্মীদের সাথে করা হয়নি। বিনা দোষে মিথ্যা মামলার নাটক সাজিয়ে বিচারের নামে জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য গত জুলাই-আগস্টে ফ্যাসিস্ট হাসিনা দেশে যে গণহত্যা চালিয়েছে তা নজিরবিহীন। পতিত সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে সেই ট্রাইবুনালে হাসিনাসহ সকল খুনিদের বিচার করে ফাঁসি দিতে হবে সেই দাবি জানাচ্ছি।’

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমির অধ্যাপক মো: আব্দুল লতিফ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি মাওলানা মো: মোস্তফা মাহমুদের পরিচালনায় সমাবেশে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা মো: শাহীনুর আলম, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মো: নজরুল ইসলাম।

এছাড়াও সমাবেশে শহর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল মজিদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক জুবায়ের আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য মো: হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ১১টা হতে দুপুর পর্যন্ত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। রুকন সম্মেলনে নবনির্বাচিত জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের শপথ অনুষ্ঠিত হয়। পরে সমীরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর পরিবেশনায় ইসলামি সংগীত পরিবেশন করা হয়।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল