২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকায় শেকড় পাবনা ফাউন্ডেশনের মিলনমেলা অনুষ্ঠিত

শেকড় পাবনা ফাউন্ডেশনের মিলনমেলা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

রাজধানী ঢাকায় শেকড় ফাউন্ডেশন পাবনার মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা ইঞ্জিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়।

এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক খান হাবিব মোস্তফার সভাপতিত্বে এবং সদস্যসচিব মোস্তাফিজুর রহমান খান ও সদস্য মাসুদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব এবাদত আলী, প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. শরিফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. এম কুরবান আলী, প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড. আব্দুল মোমিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মহিউদ্দিন, অ্যাকশন এইডের চেয়ারম্যান ইব্রাহিম খলিল আল-জায়েদ পিনাক, ডা. ওমর আলী, ডা. ফারহানা ইসলাম নীলা, অ্যাডভোকেট নিশাত আরা আযম, ইঞ্জিনিয়ার মীর মোশাররফ হোসেন রাজু প্রমুখ।

এ সময় স্বাগত বক্তব্য দেন শেকড় পাবনার যুগ্ম আহ্বায়ক মো: ফজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা সমন্বয়ক বরকত উল্লাহ ফাহাদ, পাবনা ছাত্র আন্দোলনে শহীদ জাহিদের বাবা দুলাল মাস্টার ও শহীদ মাহবুব হাসান নিলয়ের বোন ওয়াকিয়া নাজনীন। পরে পাবনার শিল্পী ও অভিনেতারা সাংস্কৃতিক পরিবেশনা করেন।

শেকড় পাবনার পক্ষ থেকে পাবনার উন্নয়নে ১৬ দফা দাবি পেশ করা হয়।


আরো সংবাদ



premium cement