০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

নাটোরে যুবলীগ নেতা হত্যা : ২৫ জনের বিরুদ্ধে মামলা

- ছবি : ইউএনবি

নাটোর সদর উপজেলার দরাপপুরে বাড়িতে ঢুকে যুবলীগ নেতাকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ভাই সাইফুল ইসলাম তারা।

বৃহস্পতিবার বিকেলে নাটোর থানায় মামলাটি দায়ের করেন তিনি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

মামলায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর জেলা যুবদলের সহ-সভাপতি কবীর কাঙ্গালের নেতৃত্বে সদর উপজেলার দরাপপুর গ্রামে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর রহমান বাবুর বাসায় ঢুকে তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় প্রথমে বাবুকে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় বাবুর।

এদিকে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন।

সূত্র: ইউএনবি


আরো সংবাদ



premium cement