০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু - ছবি : প্রতীকী

নওগাঁর মহাদেবপুরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: রবিউল ইসলাম (১৮) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সদরের মডেল স্কুল মোড়ে নিজাম হোসেনের ফার্নিচারের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর সতীহাট গ্রামের ইমাজ প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজামের কাঠফার্নিচারের কর্মচারী রবিউল তার মোবাইল ফোনচার্জ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন। এ সময় তার মাথায় আঘাত লেগে জখম হলে সেখানেই তার মৃত্যু হয়। তার হাতের কয়েক জায়গায় পোড়া দাগ রয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement