০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

‘সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে’

- ছবি : নয়া দিগন্ত

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দ্রুততম সময়ের মধ্যে দেশের সঙ্কট কাটিয়ে উঠতে হবে। আগামী ছয় মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।’

বৃহস্পতিবার রাজশাহীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, একই দিন সকালে তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সংলগ্ন বড় মসজিদ প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর তার এ ঘোষণার মাধ্যমেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে জাতি যখন দিশেহারা ছিল। ওই সময়ে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সে দিন সারা বিশ্বের মহানায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আর এ আন্দোলন যখন কঠিন প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যায়, ঠিক তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে থেকেও পরামর্শ ও নির্দেশনা দিয়ে সাহস জুগিয়েছেন। এর ফলে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।’

এ সময় মুক্তিযোদ্ধা দলের রাজশাহী জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

কর্মসূচিতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ প্রমুখ।

রাজশাহী মহানগর বিএনপি : এদিকে দিবসটি উপলক্ষে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে অন্য নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement