ঘুরতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ০৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৪
পাবনার ঈশ্বরদীতে পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দু’ বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই কলেজ শিক্ষার্থী ও পরস্পর বন্ধু বলে জানা গেছে।
নিহতরা হলেন পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘পাবনার বনগ্রাম থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে দু’ মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হন আরো দু’জন।’
তিনি আরো জানান, ‘আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা