০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাটোরে কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নাটোরে কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন - ছবি : প্রতীকী

নাটোরের বড়াইগ্রামে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয় এবং রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম ওরফে বাহাদুর বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মধ্যপাড়া মহল্লার মরহুম এবাদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জুলাই সকালে ভুক্তভোগী শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আবুল কাশেম ওরফে বাহাদুর তাকে ডাক দিয়ে বাহাদুরের ডেকোরেটরের দোকানে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় একজন দোকানের ভেতরে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর তিনি শিশুর বাবাকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শিশুটির বাবা ঢাকা থেকে ফিরে এসে আবুল কাশেমসহ আটজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশ তদন্ত করে আবুল কাশেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া জানান, ‘দীর্ঘ প্রায় সাড়ে ছয় বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক বাহাদুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং সাতজনকে মামলা থেকে খালাস প্রদান করেন।

উল্লেখ্য, রায়ে উল্লেখ করা হয়, জরিমানার অর্থ কিশোরীর পরিবার পাবে।


আরো সংবাদ



premium cement
চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে মিরসরাইয়ের বাওয়াছড়া লেক যশোরে জামায়াত নেতা সজল হত্যার ঘটনায় গ্রেফতার ৫ আমরা একে অপরের ভাই, মিলেমিশে থাকা উচিত : আদালতে আমু মরিশাস ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ অফার ঘোষণা এমিরেটস হলিডেজ’র রেজওয়ানা বন্যার প্রতিষ্ঠানের জমির বরাদ্দ বাতিল সালমানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি নিজের অপকর্মের কারণে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে : দুলু কুইক রেন্টালে দায়মুক্তির বিধানের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় ১৪ নভেম্বর বিক্রির চাপ বেশি সত্ত্বেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন ডিএসইতে বরিশালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সকল