২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাজগঞ্জে প্রেমের টানে বিয়ের পিঁড়িতে বসলেন তুরস্কের যুবক

সিরাজগঞ্জে প্রেমের টানে বিয়ের পিঁড়িতে বসলেন তুরস্কের যুবক - ছবি : নয়া দিগন্ত

প্রেমের টানে সুদূর তুরস্ক থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসে বিয়ে করলেন এক যুবক। বিয়ে দেখতে শত শত মানুষে ভীড়। ইসলামী শরিয়া মোতাবেক তাদের বিয়ে হয়েছে। তবে ভাষা নিয়ে পড়েছেন বিপাকে।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকলিয়ামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে মল্লিকার সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিন বছর আগে তুরস্কের যুবক মুস্তফা ফাইকের সাথে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত সোমবার তারা উভয় পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করেন। মুস্তফা বাইক তুরস্কের ইস্তাম্বুল শহরের বাসিন্দা। আর কলেজশিক্ষার্থী মল্লিকা উপজেলার পোতাজিয়া গ্রামে।

মুস্তফা ফাইক বলেন, তিনি বাংলাদেশে এসেছেন শুধু প্রেমের টানে। তাই দু’পরিবারের সম্মতিতে তিনি বিয়েও করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি খুবই খুশি ও আনন্দিত।

একইসাথে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি তাকে খুবই মুগ্ধ করেছে বলে জানান মুস্তফা।

মল্লিকা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘তিন বছরের সম্পর্কে বিয়ে হওয়ায় আমি খুবই খুশি ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। ভিসা প্রসেসিং শেষ হলেই আমরা তুরস্কে পাড়ি দেবো।’

মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে আনন্দ-উচ্ছাস প্রকাশ করেছেন। এই বিয়ের খবরে এলাকাবাসী ছুটে এসে মল্লিকার বাড়িতে ভীড় জমাচ্ছে তুরস্কের ওই যুবককে একনজর দেখতে। তবে জামাইয়ের ভাষা কেউ বুঝতে পারছে না এবং জামাই বাংলাদেশের মানুষের কথা বুঝতে পারছে না। এটাও অনেকটা মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


আরো সংবাদ



premium cement