০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান - ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা তেজস্ক্রিয় জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকা থেকে কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশী ও রাশিয়ান কর্মকর্তারা স্বাগত জানান।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে দ্বিতীয় বারের মতো প্রথম তেজস্ক্রিয় জ্বালানি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর পর ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। প্রথম বারের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তেজস্ক্রিয় জ্বালানি সড়কপথে রূপপুরে আনা হয়েছে। পর্যায়ক্রমে আরো কয়েকটি চালান আসার কথা রয়েছে।’

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করেছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ও রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।

এ বিষয়ে ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, ‘ইউরেনিয়ামের গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে ঈশ্বরদী থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৫ সালে প্রথম ইউনিটে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হলে দু’টি ইউনিটে মোট দু’হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।


আরো সংবাদ



premium cement
সরকারকে এখনই নির্বাচনের রূপরেখা দিতে হবে : ডা. তাহের আশুলিয়ায় সিঁড়ি থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু পৃথকভাবে ছেলে ইজহানের জন্মদিন পালন করলেন শোয়েব-সানিয়া কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির বইমেলায় ইসলামি লেখক ফোরামের প্রাণবন্ত আয়োজন, মুগ্ধতা নিয়ে ফিরেছেন শ্রোতারা হত্যা-গুম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল হাসিনা সরকার : খোকন ভারতীয় ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা শেখ হাসিনা নেতা-কর্মীদের বড়লোক বানিয়ে দেশকে দেউলিয়া করেছে : টুকু শ্রীলঙ্কার কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল-নদী দেখাতে হবে : রিজওয়ানা

সকল