রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ নভেম্বর ২০২৪, ১৩:০৪
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিতঅটোরিকশার সাথে ভুটভুটির (ইঞ্জিনচালিতভ্যান) মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্যসহ দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো: পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মরহুম তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা দু’জন অটোরিকশার যাত্রী ছিলেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজিচালিতঅটোরিকশা মোহনপুর উপজেলার সইপাড়ায় পৌঁছলে একটি মাহেন্দ্রাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিতভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশা যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভুটভুটিচালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা