৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

গণহত্যার খুনিদের আন্তজার্তিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে : রফিকুল ইসলাম

সমাবেশে বক্তব্য দিচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

গণহত্যার খুনিদের আন্তজার্তিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো: রফিকুল ইসলাম খান বলেছেন, ‘২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকাণ্ড ও জুলাইয়ের গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ সকল খুনিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নির্মূল করার জন্য হামলা-মামলা, জেল-জুলুম, লুটপাট, অত্যাচার, নির্যাতন ও গুম, খুনের মতো মানবতাবিরোধী অপরাধ কর্মকাণ্ড চালিয়েছিল। সিরাজগঞ্জেই তারা জামায়াত-শিবিরের ১৪ জন নেতা-কর্মীকে হত্যা করেছে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে শহরের স্টেশন চত্ত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত ও শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র-জনতা স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানোর পর দেশের জনগণ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের খুনি, অপরাধী, অর্থ-পাচারকারী ও লুটপাটকারীদের বিচার করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ বিচারের নামে প্রহসনের বিচার করে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে। মিথ্যা সাক্ষী বানিয়ে তথ্য জালিয়াতির মাধ্যমে তারা প্রহসন করেছে। তারা বিচার নিয়ে নাটক সাজিয়ে বাহিরে থেকে রায় লিখে এনে ঘোষণা করেছে। এই প্রহসনের বিচারের সাথে জড়িতদের গ্রেফতার করে তাদেরও বিচার করতে হবে।’

রফিকুল ইসলাম খান আরো বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে কিন্তু প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের অমুসলিমদের সুরক্ষা নিশ্চিত করবে। নারীরা সম্মান নিয়ে বসবাস করবে। নারীদের আলাদা ব্যাংক-বীমা, অফিস,স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি চালু করা হবে।’

সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির অধ্যাপক মো: আব্দুল লতিফের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মোস্তফা মাহমুদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম।

সমাবেশে বিশেষ মেহমান ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা মো: আব্দুস ছালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মো: জাহিদুল ইসলাম, জেলা শাখার প্রচার শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক মো: শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মো: ছাইদুল ইসলাম খান, সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আতাউর রহমান খান, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো: শাহজাহান আলী, বেলকুচি উপজেলা জামায়াতের আমির মো: আরিফুল ইসলাম সোহেল, জেলা ছাত্রশিবির সভাপতি উদ্দিন, ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মো: তারিকুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement