৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কলেজছাত্র মুন্না উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেলযোগে মুন্না বাড়ি থেকে লক্ষীকুন্ডা নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যায়। মুন্না তীরে সাইকেল রেখে নদীতে গোসল করতে নামে। সে সময় নদীতে প্রচণ্ড শ্রোত থাকায় সাঁতার না জানাই একসময় পানিতে তলিয়ে যায় সে।

স্থানীয় কয়েকজন যুবক ঘটনা টের পেয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার লাশ উদ্ধার করে। মুন্নার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ



premium cement