নাটোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- নাটোর প্রতিনিধি
- ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৪৭
নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী শাহজামালকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহজামাল গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা এলাকার তছলিমের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভালোবাসে শাহজামাল ও শিউলি বেগম (২০) বিয়ে করেন। বিয়ের পর থেকে শাহজামালের মা-বাবা ও তিনি নিজেই ১৫ হাজার টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। পরে শিউলির বাবা ১০ হাজার টাকা দেন। বাকি পাঁচ হাজার টাকার জন্য নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়া হয়। এর একপর্যায়ে ২০১১ সালের ১ জানুয়ারি রাত আড়াইটার দিকে শাহজামাল ও তার মা-বাবা মিলে মারপিট করে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান।
পরে শাহজামালকে প্রধান করে তিনজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন শিউলির বাবা নজরুল ইসলাম। দীর্ঘ ১৩ বছর মামলার স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
জরিমানার অর্থ ভিকটিমের পরিবার পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা