২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাটোরে জামায়াতের সমাবেশ

নাটোরে জামায়াতের সমাবেশ - নয়া দিগন্ত

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের লগি বৈঠার তাণ্ডব ও পল্টন হত্যার সাথে জড়িতদের বিচার দাবিতে নাটোরে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত জনসমাবেশে শহর শাখার আমীর মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদর উপজেলার আমির প্রভাষক মীর নুরুন্নবী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আমীর আমীর অধ্যাপক ড. মীর মোঃ নূরুল ইসলাম, সদর আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, নায়েবে আমির অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ এদিনই সংগঠিত হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়েছে। ছয়জনকে হত্যা করে ইতিহাসে তা নজিরবিহীন তাণ্ডব চালায় তারা। যারা এরসাথে জড়িত তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এর বিচার না হওয়া পর্যন্ত জাতি কলংকমুক্ত হবে না।


আরো সংবাদ



premium cement