আ’লীগের আমলে স্বৈরাচার বাদে সবাই ছিলেন মাজলুম : মুফতি আমীর হামজা
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ২৮ অক্টোবর ২০২৪, ১৭:০৫
আওয়ামী লীগ সরকারের আমলে দলমত নির্বিশেষে স্বৈরাচার বাদে সবাই ছিলেন মাজলুম বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মাওলানা মুফতি আমীর হামজা। তিনি বলেন, হাসিনার শাসনামলে কেউই নিরাপদ ছিলেন না। এমন কোনো গোষ্ঠীকে পাওয়া যাবে না যে তারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ বাহিনীর নির্যাতনের শিকার হননি। তারা দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
আজ সোমবার (২৮ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা পশ্চিম শাখা আয়োজিত সিরাত মাহফিলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুফতি আমীর হামজা বলেন, ‘ইসলামী ছাত্রশিবির বিগত ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে, আর এ বৈষম্যের শিকার হতে চায় না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ সেক্রেটারি সাইদুল ইসলাম।
পাবনা জেলার সভাপতি ইসরাইল হোসেন শান্তর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাচিত সিনেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল।
বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ইসলামী ছাত্রশিবির পাবনা জেলার সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলার আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।
ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা পশ্চিম সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চয়লনায় স্বাগত বক্তব্য রাখেন পাবনা শহর সভাপতি ফিরোজ হোসেন, সাবেক জেলা সভাপতি তানভীর কবির শিখন, তারিকুল ইসলাম তুষার।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি বাকিবিল্লাহ খান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার সেক্রেটারি মাসুদ রানা মাসুম, শূরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মণ্ডল, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা