২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

পাবনায় দৈনিক নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন

পাবনায় দৈনিক নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন - ছবি : নয়া দিগন্ত

পাবনায় দৈনিক নয়া দিগন্তের দু’দশক পূর্তি উদযাপন উপলক্ষে আনন্দঘন পরিবেশে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এ সময় নয়া দিগন্তের পাবনা জেলা সাবেক প্রতিনিধি মরহুম আব্দুল মজিদ দুদুর স্বরণে বিশেষ দোয়া করা হয়।

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে ও পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বাহেজ উদ্দীন, পাবনা ইসলামীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, ইসলামী ব্যাংক পাবনা শাখার ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর কামরুজ্জামান, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র, পাবনা পদ্মা কলেজের অধ্যাপক আব্দুল গাফ্ফার খান প্রমুখ।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে দেন নয়া দিগন্তের পাবনা প্রতিনিধি এস এম আলাউদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনূর ইসলাম রেমন, দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মো: আব্দুল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাংবাদিক মরহুম আব্দুল মজিদ দুদুর ভাই এস এস সোহেল, পাবনা প্রেসক্লাবের সদস্য আবু বকর সিদ্দিকী, নয়া দিগন্ত ঈশ্বরদী সংবাদদাতা শহীদুল্লাহ খান, ভাঙ্গুড়া সংবাদদাতা বদরুল আলম, চাটমোহর সংবাদদাতা নুরুল ইসলামসহ পাবনায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, ‘দেশের উন্নয়ন ও সার্বিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আত্মপ্রকাশ হয়েছিল দৈনিক নয়া দিগন্তের। মীর কাশেম আলী মিন্টুর হাত ধরে এই পত্রিকা প্রতিষ্ঠা হয়েছিল। তিনি অর্থনৈতিক দারিদ্র্য বিমোচন করতে ইসলামী ব্যাংক তৈরি করে গেছেন। স্বাস্থ্য সেবা উন্নত করতে ইবনে সিনা হাসপাতাল ও ট্রাষ্ট তৈরি করেছিলেন। গণমানুষের কথা তুলে ধরতে প্রতিষ্ঠা করেছিলেন মিডিয়া। স্বৈরাচার সরকার তাকে মিথ্যা মামলায় জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে হত্যা করেছে।’

তিনি বলেন, অনেক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছে পত্রিকাটি। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সংবাদ কাভার করায় স্বৈরাচার হাসিনা সরকার দিগন্ত টিভিকে বন্ধ করে দিয়েছিল। দেশ গঠনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিডিয়াগুলো। সাংবাদিকরা সমাজের আয়না, সেজন্য মিডিয়াকে নজরে নিয়ে আসতে হবে। সংবাদকর্মীর অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। সমাজের সাহসী মানুষরাই এ পেশায় আসেন। সমাজের অজানা কথা সবার মাঝে উপস্থাপন করতে হবে। সাংবাদিকদের দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে বক্তারা বলেন, ‘যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান করতে হবে। যারা হত্যায় জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।’

বক্তারা বলেন, ‘পাবনার ইতিহাসে মরহুম সাংবাদিক আব্দুল মজিদ দুদুর কথা আজীবন মানুষ স্মরণ করবে।’


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান ইউএস-বাংলার ফ্লাইটে মিলল ৭ কেজি স্বর্ণ কমলাপুরের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল : ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় : হাইকোর্ট সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দীন আহমেদ খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিবচরে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সকল