২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

দুর্গাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে অনশন - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে অনশন করছেন রাজবাড়ী জেলার এক কলেজছাত্রী।

আজ রোববার (২৭ অক্টোবর) দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে যুবক জহুরুলের (২০) বাড়িতে এ ঘটনা ঘটে।

জহুরুল উপজেলার আজগর আলীর ছেলে।

এ দিকে, ওই কলেজছাত্রী স্ত্রীর স্বীকৃতির দাবিতে জহুরুলের বাড়িতে গেলে জহুরুলের পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেন। এছাড়া, জহুরুলকে বাড়ি থেকে পালিয়ে যেতে তার পরিবারের লোকজন সহযোগিতা করেছেন বলেও এ কলেজছাত্রী অভিযোগ করেন।

অনশন করা কলেজছাত্রী দাবি করেন, ‘জহুরুলের সাথে প্রেমের সম্পর্কের জেরে গত পাঁচ মাস আগে তারা বিয়ে করেছেন।’

রাজবাড়ী জেলার এ কলেজছাত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দু’ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে গত ১৬ মে গোপনে তারা দু’জন নোটারি পাবলিকের মাধ্যমে নিকাহনামা রেজিস্ট্রি করে বিয়ে করেন। বিয়ের পর তারা দু’জন গোপনে কিছু দিন সংসারও করেন। এরপর তাদের বিয়ের কথা জানাজানি হলে জহুরুল ও তার পরিবার বিয়ে মেনে নিচ্ছিলেন না। বাধ্য হয়ে এ কলেজছাত্রী রাজবাড়ী থেকে রাজশাহীতে যান।’

তিনি বলেন, ‘জহুরুল আমার সাথে সংসার করার প্রলোভনে বিয়ে করে এখন মেনে নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে রোববার সকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছি।’

তিনি আরো বলেন, ‘আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তাহলে এখানে জীবন দিব তবু অন্য কোথাও যাব না।’

অন্য দিকে, অভিযুক্ত যুবক জহুরুল বাড়ি থেকে পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বোন ও দুলাভাই পরিবারের অভিভাবক দাবি করে বলেন, ‘মেয়েটি আমাদের বাড়িতে এসে মিথ্যা নাটক করছেন।’

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘এসব দেখা পুলিশের কাজ না। বিষয়টি স্থানীয় লোকজন দেখবেন।’

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement