প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে : হামিদুর রহমান
- রাজশাহী ব্যুরো
- ২৬ অক্টোবর ২০২৪, ২১:৫৮
প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এ এমপি এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘প্রশাসনের রন্ধে রন্ধে মিশে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।’
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে জামায়াতের রাজশাহী মহানগরী আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জানা গেছে, ২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি আওয়ামী লীগ লগি-বৈঠার তাণ্ডব ও পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে ও শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘আওয়ামী লীগের জন্মের ইতিহাস ফ্যাসিবাদের ইতিহাস, বাকশালের ইতিহাস। তারা জন্ম থেকেই ফ্যাসিবাদের ধারক। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অনেক ভাইকে শহীদ করেছিল। শেখ হাসিনা তার বাবার মতোই এদেশে নব্য বাকশাল কায়েম করেছিল। কিন্তু এদেশের ছাত্র-জনতা সেটা রুখে দিয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা অবৈধভাবে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশকে মৃত্যু উপত্যকা বানিয়েছিল। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এখন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘প্রশাসনে ঘাপটি মেরে থেকে ফ্যাসিবাদের কিছু দোসর ছাত্র-জনতার বিপ্লব নস্যাৎ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে হবে। আমরা প্রত্যাশা করছি অন্তর্বর্তী সরকার তাদের প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যেমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।’
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে এবং রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরী নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি সিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল মোহায়মিন, জামায়াতের রাজশাহী মহানগরী প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মহানগরী যুব সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ও সহকারী সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা