২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

উল্লাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজি অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার হওয়া আব্দুল লতিফ সরকার - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজি অভিযোগে আব্দুল লতিফ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গ্রেফতার হওয়া আব্দুল লতিফ সরকার উপজেলার কাওয়াক ঘোষপাড়া গ্রামের মরহুম জলিলের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

রকিবুল হাসান বলেন, ‘গ্রেফতার হওয়া আসামি আব্দুল লতিফ সরকার দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি দখল করেন তিনি।’

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, এনএসআই ও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement