২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

মহাদেবপুরে শিয়ালের কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত

মহাদেবপুরে শিয়ালের কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে পাগলা শিয়ালের কামড়ে ৩ নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫) ও শিকারপুর গ্রামের মোসা মর্জিনা (৪৯), নুরজাহান (৫৬) এবং সাইদুল (৪০)।

আহতদের মধ্যে তিনজন নারীকে গুরুতর জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই একটি শিয়াল সোনাপুর ও শিকারপুর গ্রামের লোকজনের ওপর আক্রমন করে। এ সময় শিয়ালের কামড়ে তারা আহত হন। তাৎক্ষণিক গ্রামের লোকজন ওই পাগলা শিয়ালটিকে পিটিয়ে মারে এবং আহত পাঁচজনকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে রশিদুল ও সাইদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয় কর্তব্যরত চিকিৎসক। শিয়ালের কামড়ে ক্ষত-বিক্ষত হওয়ায় বাকি তিনজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলুল হক নয়ন বলেন, আজ বিকেলে শিয়ালের কামড়ে আহত অবস্থায় পাঁচজন রোগী হাসপাতালে আসে। এদের মধ্যে তিন জনের মুখোমণ্ডলের বিভিন্ন স্থানের গোশত তুলে নেয়ায় তাদের ভর্তি করা হয়েছে এবং অন্য দু’জনকে ভ্যাক্সিন দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement