সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আনন্দ মিছিল
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ২৪ অক্টোবর ২০২৪, ১৭:০৬
ছাত্রলীগকে নিষিদ্ধের খবরে সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের এসএস রোড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ আনন্দ মিছিলের আয়োজন করেন যা পুরো শহর প্রদিক্ষণ করে। এ সময় তারা পথচারী, শ্রমিক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদ।
এ সময় সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান বলেন, ‘সিরাজগঞ্জে এবারের আন্দোলনে ছাত্রলীগ ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে। এ দেশ থেকে তাদের দোসরদের উৎখাত করতে হবে। তবেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা