২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গুরুদাসপুরে তুলসী নদী বাঁচাতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরের সোনাবাজু-পাটপাড়া এলাকা দিয়ে প্রবাহিত তুলসী নদী কচুরিপানায় ভরাট থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় ওই কচুরিপানা অপসারণসহ নদী বাঁচাতে পাটপাড়া বাজার এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।

জানা যায়, এক সময় তুলসী নদী ছিল এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম। এ নদী এলাকায় মাছের চাহিদা মিটিয়ে জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখত। সেই নদী এখন নাব্যতা হারিয়ে কচুরিপানা জমে অস্তিত্ব সংকটে পড়েছে।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওহাব, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, এমদাদুল হক, নিখিল চন্দ্র প্রমুখ।

এ সময় দ্রুত কচুরিপানা অপসারণে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, কচুরিপানা যদি মূল সমস্যা হয় সেক্ষেত্রে উপজেলা প্রশাসন তা অপসারণে দ্রুত ব্যবস্থা নেবে।


আরো সংবাদ



premium cement