১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

- ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় ও পিকআপভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুস সাত্তার সেখের ছেলে স্থানীয় শ্রমিক কল্যাণ নেতা নজরুল ইসলাম (২৮), রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে রনি (২২)।

স্থানীয়রা জানায়, ‘বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি বাজারে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নজরুল ইসলাম মারা যান। নজরুল ইসলাম ইসলামী ছাত্রশিবির শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি এবং বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার অর্থ সম্পাদক ছিলেন।’

এদিকে বালশাবাড়িতে সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়ার সময় উল্লাপাড়া উপজেলার বড়হর মোড়ে দ্রুতগামী বালুর ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়ে আহত হন নয়া দিগন্ত পত্রিকার উল্লাপাড়া সংবাদদাতা জাকির হোসেন। এতে জাকির হোসেনের হাত ও পায়ের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন তিনি।

অপরদিকে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপভ্যান দাঁড়ানো ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও চালকের সহকারী মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম জানান, ‘সীমান্ত বাজার এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপভ্যানের চালক ও চালকের সহকারী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাদের পরিচয় জানা যায়নি। এ সময় ট্রাক ও পিকআপভ্যানটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও চালকের সহকারী পালাতক রয়েছে।’


আরো সংবাদ



premium cement
যে কারণে দেশে ফিরছেন না সাকিব জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনে চীনের ‘রাজনৈতিক নিষ্পত্তির’ আহ্বান মধ্যপ্রাচ্যে সাহায্যের জন্য যুক্তরাজ্যের দাতব্য সংস্থাগুলোর জরুরি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আবেদনে ১০ যুক্তি কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫ সিলেটে যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে স্বাগত জানাতে নেতাকর্মীর ঢল মুন্সীগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার দূরবর্তী সতর্ক সঙ্কেত নামানোর নির্দেশ, হতে পারে বৃষ্টি

সকল