এনায়েতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিহাব এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
- চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ১৫ অক্টোবর ২০২৪, ১৮:২৬
সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিহাব হোসেন এইচএসসিতে জিপিএ ৪.৮০ পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে ফলাফল প্রকাশের পর শিহাবের মা সাহানা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিহাব এনায়েতপুর থানার মাধবপুর গ্রামের প্রবাসী শফি মিয়ার বড় ছেলে।
জানা গেছে, শিহাব সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা স্থগিত হওয়ায় মাধবপুর গ্রামের বাড়িতে এসে আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন তিনি। শিহাব তার গ্রামে নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের এনায়েতপুরের অন্যতম সমন্বয়ক ফয়সাল খন্দকার বলেন, ‘শিহাব এনায়েতপুরের প্রথম শহীদ। তিনি এইচএসসিসহ দুনিয়ার সব পরীক্ষায় সফলতার সাথে কৃতকার্য হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার মতো পরকালেও তাকে সফলতা লাভের তৌফিক দান করেন।’
এনায়েতপুর ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সেলিম রেজা জানান, ‘শিহাব জিপিএ ৪.৮০ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছেন। এটিও প্রমাণিত হয়েছে, প্রকৃত মেধাবীরাই বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন। তার পরিবারকে সরকারিভাবে মেধার মূল্যায়ন করে সহায়তার দাবি করছি।’