২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নওগাঁর মান্দায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁর মান্দায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মারুনি বিবিকে (৬৫) পিটিয়ে হত্যার পর স্বামী আতাউর রহমানও (৭২) আত্মহত্যা করেছেন।

রোববার (৬ অক্টোবর) সকালে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান ও তার স্ত্রী মারুনি বিবি মেয়েদের বিয়ে দেয়ার পর ওই বাড়িতে থাকতেন।

নিহতদের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় যে তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন।’

তিনি বলেন, ‘কাজলি বিবির এমন খবরে আশপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে ভেতরে দু’জনের লাশ দেখতে পাই।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল