বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গ্রাহক জেল হাজতে
- পোরশা (নওগাঁ) প্রতিনিধি
- ০৬ অক্টোবর ২০২৪, ১৪:১৪
নওগাঁর পোরশায় আশরাফুল ইসলাম নামে এক বিদ্যুৎ গ্রাহককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানায়, নওগাঁ পল্লিবিদ্যুৎ সমিতি-২-এর পোরশা জোনের ৯৪৬/৩৭৩৭ হিসাবধারী আবাসিক ওই গ্রাহক দীর্ঘদিন তার পরিবারের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আশরাফুল ইসলাম নিতপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
পোরশা জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) আনোয়ার হোসেন জানান, ‘আশরাফুল তার বাড়ির বিদ্যুৎ বিল বাবদ বিগত জুলাই-২২ থেকে ডিসেম্বর-২০২২ পর্যন্ত ছয় মাসের তিন হাজার ৭৪৬ টাকা পরিশোধ না করায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য যোগাযোগ করা হলে তিনি কোনো বিল পরিশোধ করেননি। পরবর্তীতে তাকে উকিল নোটিশ প্রদান করার পরও বিল পরিশোধ না করলে বকেয়া আদায়ের স্বার্থে পল্লি বিদ্যুৎ কোট-২, ঢাকায় মামলা দায়ের করা হয়। এতে তিনি আদালতের আদেশ অমান্য করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ফলে গতকাল শনিবার পোরশা থানা পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।