সিরাজগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলি চালানো মুছা কক্সবাজারে গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৪
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছাকে গতরাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাত ৮টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আবু মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে এবং সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান ক্যাডার।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কালাম চৌধুরী।
তিনি জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় দায়েরকৃত ৩টি হত্যা মামলার আসামি আবু মুছা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর বিষয়টি স্বীকার করেন মুছা।
সূত্র : বাসস