২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরদীতে ট্রেনের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে তিনটি ট্রেনের দাবিতে চিত্রা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় ট্রেনটি আধা ঘণ্টা আটকে রাখা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ করা হয়।

জানা গেছে, বিক্ষোভকারীরা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছালে ট্রেনটি অবরোধ করে। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবন এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলের দাবিতে কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ সমাবেশে মাসুম পারভেজ কল্লোলের পরিচালনায় বক্তব্য দেন বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, প্রভাষক রাজিবুল আলম ইভান, আবুল কালাম আজাদ, সাইফ হাসান সেলিম, সেলিম সরদার।

পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেলে রুট পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলামের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

বক্তারা বলেন, ‘ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলকারী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন গত বছর নভেম্বর মাসে রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করছে। পরে একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে খুলনা-ঢাকা রুটে চলাচল করছে। এখন শুনছি এ ট্রেনটি রুট পরিবর্তন করে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচল করবে। এ ট্রেন রুট পরিবর্তন করলে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যমুনা সেতু হয়ে ঢাকাগামী আর কোনো ট্রেন থাকবে না।’

তারা বলেন, ‘ঈশ্বরদীর মানুষজন ঢাকা যেতে হলে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ঢাকা যেতে হবে। শহর থেকে বাইপাস স্টেশন তিন কিলোমিটার দূরে এবং রাতে চলাচলের নিরাপত্তা না থাকায় বিশেষ করে নারী যাত্রীরা বাইপাস স্টেশন হয়ে চলাচল করতে পারে না। চিত্রা ট্রেনের রুট পরিবর্তন করা হলে ঈশ্বরদীবাসীর জন্য ঢাকা-খুলনা রুটে চলাচল খুবই কষ্টকর হয়ে যাবে। তাই রেলওয়ে কর্তৃপক্ষকে চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হবে।’

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহান মাহমুদ বলেন, ‘চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নিদের্শনা আমাদের কাছে আসেনি। এ বিষয়ে আমাদের রেল মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল